শিক্ষার আলোক বর্তিকা নিয়ে ১৯৮৯ সালে প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে নিন্মমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় রূপে আত্ন প্রকাশ করে। চট্টগ্রাম গবেষণাগারের ৩.৮৬ একর জমির উপর প্রতিষ্ঠিত মোনরম প্রাকৃতিক শোভা মন্ডিত বি.সি.এস.আই.আর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন ছিল ল্যাবরেটরী আবাসিক ভবনে ১ম থেকে ৪র্থ তলা পর্যন্ত ৩২টি প্রকৌষ্ঠে ১৯৯২ সালে মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি লাভ এবং ১৯৯৩ সালে ৯ম ও ১০ম শ্রেনী খোলার অনুমতি এবং ১৯৯৫ সালে সর্ব প্রথম কুমিল্লা বোর্ড এর মাধ্যমে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ এবং ১৯৯৭ সালে মাধ্যমিক শাখা এম.পিও ভুক্তি হয় । ১৯৯৯ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্বীকৃতি নবায়নে শর্ত পূরণার্থ ২০০১ সালে নিজস্ব ভূমিতে বিদ্যালয়টি নির্মিত হয়।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time