ইন্টারন্যাশনাল মেডিকেল ইনফরমেশন সেণ্টার আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে থাইল্যান্ড এর বিশ্বমানের হাসপাতালএর একটি PHYATHAI NAWAMIN INTERNATIONAL HOSPITAL এর তথ্য সরবারহ করার জন্য “ ইনফরমেশন অফিস ” স্থাপন করা হয়েছে। যার ম্াধ্যমে আমরা রোগীদের চিকিৎসা পূববতী ও পরবতী দ্রুত তথ্যসেবা প্রদানের ম্যাধ্যমে যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করে থাকি।আমাদের সেবাসমূহঃবাংলাদেশ থেকে রোগীর চিকিৎসার ব্যায় ও পদ্ধতি এবং চিকিৎসার প্রয়োজনে অবস্থানের সময় সম্পকে অগ্রিম ধারণা প্রদান।মেডিকেল ভিসা সংত্তান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান।থাইল্যান্ডের এয়ারপোট থেকে আমাদের হাসপাতালে বিনা খরচে পৈাছে দেওয়া।নিদিষ্ট চিকিৎসকের সাথে সাক্ষাতকারের সময় ও যোগেযোগের ব্যবস্থা করা।হাসপাতালে বাংলা দোভাষী আছেন যারা রোগীদের চিকিৎসার সময় সার্বক্ষনিক উপস্থিত থাকেন তা নিশ্চিত করা।সুলভ মূল্যে হোটেল / গেস্ট হাউস/ সাভিস এপাটমেন্ট বুকিং নিশ্চিত করা।সিম কাড, বৈদেশিক মুদ্রা বিনিময় বিমানের টিকিট বুকিং বা পরিবতন ভিসার মেয়াদ সম্প্রসারন ও চিকিৎসা শেষে দশনীয় স্থানে ভ্রমণ সহায়তা প্রদান করা।জরুরী রোগীদের ক্ষেএে- এখানে এম্বুলেন্স, স্টেচার কেচ সমূহ অভিজ্ঞ এভিয়েশন ডাক্তার দ্বারা “ নিরাপদে পৌছানোর ব্যবস্থা করা।বিভিন্ন ধরনের হেলথ চেক আপ ও আন্যান্য প্যাকেজ সম্পকে ধারণা দেওয়া হয়।আমাদের হাসপাতাল এ আন্তজাতিক রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সিধান্ত প্রতিটি রোগীর জন্য সতকতামূলক এবং অত্যন্ত গুরুতবপূণ বিষয়টি অনুধাবন করতে পেরেই আমরা আন্তজাতিক মানসম্নন ও সবাধুনিক চিকিৎসা সরজ্জাম সমদ্ধ ও সুদক্ষ চিকিৎসক বন্দ ( ইউরোপ, আমেরিকান বোড কতক সারটিফাইড )এবং আন্তরিক সেবায় নিয়োজিত অভিজ্ঞ নাসগণ রোগীদের সেবাদানে সর্বদা প্রস্তত থাকে এবং অত্যান্ত আন্তরিকতা দিয়ে রোগীদের চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী করে তোলে শুধু তাই নয় হাসপাতাল সমূহে চিকিৎসা পরবতী সেবা প্রদানের পূন নিশ্চয়তা প্রদান করে আসছে।এই সেবা দান কাযকম এর মধ্যে রয়েছে হাসপাতাল , চিকিৎসা ও রোগের তথ্য ও ভ্রমণ সহায়তা এবং একই সাথে ভাষাগত প্রতিবন্ধকতা নিরসনের পদক্ষেপ নেওয়া হয়। আমরা নীতিগত ভাবে বিশ্বাসী যে সবাধুনিক চিকিৎসা সেবা প্রদানে সংকল্পবদ্ধ এবং রোগীদের স্বাস্থ্যগত সমস্যা সমাধানে অগ্রগ্রামী।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
International Medical Information Center (Flyer)