দেশ স্বাধীন হওয়ার পর শিল্প নগরী টংগীর প্রাণকেন্দ্রে অবস্থিত, ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন প্রাচীর ঘেরা এক মনোরম পরিবেশে ১৯৯৮ ইং সন হতে প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হয়। অনেক ঘাত -প্রতিঘাত পেরিয়ে বর্তমানে বিদ্যালয়টি টংগীর মধ্যে একটি ব্যতিক্রমধর্মী মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করেছে। ২০০৩ সাল থেকে বিদ্যালয়ে এস.এস.সি ভোকেশনাল কোর্স খোলা হয়েছে। ২০০৪ সালের ১ জানুয়ারী হতে প্রাথমিক পদ্ধতি প্রবর্তন করা হয়। অত্যন্ত আনন্দের বিষয় এই যে, ২০০৬ সাল হতে বিদ্যালয়ে এস.এস.সি সাব কেন্দ্র চালু হয়। পাশাপাশি ২০১০ সাল হতে জে.এস.সি পরিক্ষার সাব কেন্দ্রও চালু হয়। ভবিষ্যতে বিদ্যালয়টি কলেজ শাখা চালু করার পরিকল্পনা করা হয়েছে।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time