ইতিহাস ও ঐতিহ্যের বিপুল বৈভবে সমৃদ্ধ গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কাজী আজিমউদ্দিন কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। অত্যন্ত মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের অবেষ্টনীতে কলেজটি অবস্থিত। ১৯৮১ খ্রিস্টাব্দের ৪ জুলাই কলেজটি প্রতিষ্ঠিত হয়। সময়ের পথপরিক্রমায় কলেজটি ইতোমধ্যে স্বকীয় বৈশিষ্ট্যে ক্রমশঃ উজ্জল হয়ে ওঠছে। এলাকায় উচ্চ শিক্ষা বিস্থারে এবং জ্ঞনের দীপশিখা প্রজ্জলনে কলেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। অনন্য বৈশিষ্ট্যের অধিকারী কলেজটির সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের যে গতিধারা সূচিত হয়েছিল বর্তমান সরকারের আমলেও সে ধারা অব্যাহত রয়েছে। গাজীপুরের জননন্দিত নেতা শহীদ আহসান উল্লাহ তিনবার এ কলেজের তিনজন ছাত্র ডিগ্রী (পাস) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়। এরই ধারাবাহিকতায় কলেজটি পরবর্তীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ কলে। সে সময় কলেজটির সুনাম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। কিন্তু জোট সরকারের আমলে সে ধারা কিছুটা ব্যাহত হলেও আওয়ামী লীগ সরকারের আমলে কলেজ গভর্নিং বডি পুনর্গঠিত হলে কলেজটি আবার উন্নয়নের ধারায় ফিরে আসে। বর্তমানে কলেজ অবকাঠামোগত ব্যপক উন্নয়ন কাজ চলছে। চারতলা ভিতবিশিষ্ট নতুন দোতলা ভবন নির্মিত হচ্ছে, আরেকটি দোতলা ভবনের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আমার দায়িত্বভার গ্রহণ করার পর সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কলেজটিতে ৭টি ফলাফল অনুযায়ী ডিগ্রী (পাস) পরীক্ষায় এ কলেজ থেকে ২৬ জন শিক্ষার্থী প্রথম বিভাগ পেয়েছে। অচিরেই আরো কয়েকটি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। এতে উচ্চ শিক্ষা বিস্তারে কলেজটি আরো ফলপ্রসূ ভূমিকা পালন করতে পারবে বলে আমি মনে করি।
আমি দৃঢ় অভিমত পোষণ করি যে, শিক্ষার্থীদের জ্ঞানার্জনে এবং মেধা ও মনন বিকাশে কাজী আজিমউদ্দিন কলেজ একটি অনন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সাফল্য লাভ করার কারণে কলেজটির সুনাম ও পরিচিতি দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। কলেজটিতে রয়েছেন সুযোগ্য অধ্যক্ষ এবং অভিজ্ঞ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলী। জ্ঞান বিতরণে এসব শিক্ষকদের অবদান অপরিসীম। আমার বিশ্বাস কলেজের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী গভর্নিং বডির সম্মানিত সদস্য ও অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের সাহায্য-সহযোগিতায় কলেজটি উন্নতির পথে উত্তরোত্তর এগিয়ে যাবে-পরিণত হবে একটি অনন্য-আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে। আল্লাহ আমাদের সহায় হোন।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time