LifeSpring এর লক্ষ্য দেশের মানুষের জন্য সকল প্রকার স্বাস্থ্যসেবাকে এক ছাদের নীচে নিয়ে আসা। তাই প্রথমে শুধুমাত্র মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ শুরু করলেও ধীরে ধীরে আমরা আমাদের কার্যপরিধিকে আরও বর্ধিত করেছি।
LifeSpring এ বর্তমানে যে যে বিভাগগুলো কাজ করছে সেগুলো হলোঃ Psychiatry, Rheumatology, Internal Medicine, Dermatology and Venerology, Gynaecology, Pediatrics, Endocrinology এবং Sexual Medicine.
শরীরের সাথে মন জড়িত নিবিড়ভাবে তাই LifeSpring বিশ্বাস করে শরীর এবং মন দুটোরই সমান যত্ন প্রয়োজন। একারণেই একজন মানুষ যাতে এক জায়গা থেকেই খুব সহজে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সকল সেবা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে LifeSpring কাজ করে যাচ্ছে।
শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার মাধ্যমেই বদলে যেতে পারে একেকটি জীবন, তৈরি হতে পারে একেকটি নতুন সম্ভাবনা, একেকটি নতুন গল্প। এমনই হাজারও গল্প সৃষ্টির লক্ষ্যেই LifeSpring এর পথচলা ।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time