Click For Change: A Charity Fundraising Photography Contest
- Sat Apr 23, 2022
- Sat Apr 23 2022 at 10:30 am to 4:30 pm
- Boro Moghbazar
- Organizer: Youthpreneur Network
Entry Fee: 500 BDT
Click For Change: A Charity Fundraising Photography Contest
Click For Change: Photography Contest ইভেন্টটি ফটোগ্রাফি নিয়ে করা অফলাইন প্রতিযোগিতা।
ফটোগ্রাফি করছেন এমন যে কেউ এই ফটোগ্রাফি কনটেস্টে এ অংশ নিতে পারবেন। অংশগ্রহণের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর । ৩০ বছরের অধিক বয়সী কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
১) ফটোগ্রাফি কনটেস্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা মাত্র । ৫০০ টাকা ফি জমা দিয়ে যে কেউ এই ফটোগ্রাফি কনটেস্টে অংশগ্রহণ করতে পারবেন।
২) প্রথমে ফি আমাদের প্রদত্ত বিকাশ নাম্বারে পেমেন্ট হিসেবে পাঠিয়ে (০১৩১৩৬৩১০৭৭- মার্চেন্ট একাউন্ট) তারপর ফর্ম পূরণ করতে হবে কারণ ফর্ম পূরণের সময় যে নাম্বার থেকে বিকাশে ফি পাঠাবেন সেই নাম্বারটি এবং বিকাশ এর ট্রানজেকশন আইডি উল্লেখ করতে হবে । তা না হলে কোন রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না এবং ফি পাঠালেও যদি বিকাশ নাম্বার এবং ট্রানজেকশন আইডি উল্লেখ না করে ফর্ম পূরণ করা হয় তাহলে সেই রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে।
৩) ফর্ম পূরণের সময় নিজের বয়সের প্রমাণপত্র হিসেবে নিজের জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয় পত্র অথবা এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অথবা পাসপোর্ট এর স্ক্যান করা ছবি অবশ্যই আপলোড করতে হবে ।
৪) ফর্ম পূরণ এর শেষ তারিখ – ১৭ই নভেম্বর, ২০২১।
৫) ফটোগ্রাফি কনটেস্টে আপনাদের প্রেরনকৃত ছবি বাছাই করে সেরা ফটোগ্রাফারদের নাম ঘোষনা করা হবে এবং নির্বাচিত ছবিগুলোকে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।
৬) নিম্নোক্ত বিষয় থেকে যে কোন একটি বিষয়ের উপর আপনাদের ছবি তুলতে হবে।
ক) দারিদ্রতা ও বাংলাদেশ
খ) পথশিশু
গ) ক্ষুধার্ত বাংলাদেশ
ঘ) বিপর্যস্ত পরিবেশ
ঙ) নারী
৭) প্রত্যেক বিভাগ থেকে ৩ জন করে সেরা ফটোগ্রাফাদের নাম ঘোষনা করা হবে।
৮) বিজয়ীদের পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে।
৯) ইভেন্ট নিয়ে যে কোন প্রশ্নের জন্য সরাসরি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এ ম্যাসেজ পাঠালেই আমরা যতো দ্রুত সম্ভব উত্তর প্রদান করবো । এছাড়াও সরাসরি ইভেন্ট পেজ এ পোস্ট করলেও হবে।
১০) তাছাড়াও যে কোন প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে - +৮৮০১৬২৪৬০৮৮০৯