Bashundhara Carnival 2022 Presents -
- APRIL 7, 2022
- AT 12 AM
- International Convention City Bashundhara
- Organizer: by Bashundhara Intercontinental Travel, Trade & Cultural Carnival
Bashundhara Carnival 2022 Presents - "The Canvas" আর্ট কম্পিটিশন ২০২২
বয়স অনুযায়ী বিভাগঃ
বিভাগ ১ – (৫-১০ বছর)
বিভাগ ২ – (১১-১৮ বছর)
বিভাগ ৩ – (১৯-২৫ বছর)
কম্পিটিশন ৩টি ভিন্ন বিভাগ আয়োজিত হবেঃ
১. চিত্র অংকন।
২. স্কেচ।
৩. ক্যালিগ্রাফি।
নিয়মাবলীঃ
১. অবশ্যই অংশগ্রহণকারী চিত্র অঙ্কনের জন্য তার নিজ নিজ ইন্সট্রুমেন্ট নিয়ে আসতে হবে।
২. একজন অংশগ্রহণকারী যেকোনো একটি ক্যাটাগরিতেই অংশগ্রহণ করতে পারবেন।
৩. অংশগ্রহণকারী কে অবশ্যই আমাদের ফেসবুক পেইজ (Bashundhara Intercontinental Travel, Trade & Cultural Carnival 2022) এ লাইক দিয়ে, সেটার স্ক্রিনশট পেইজর মেসেজ দিতে হবে।
৪. ৮ এপ্রিল ২০২২ প্রতিযোগিতা হবে এবং ৯ এপ্রিল বিজয়ী ঘোষনা করা হবে।
আয়োজকদের যেকোনো সময় প্রতিযোগিতার নিয়মাবলী পরিবর্তন করার অধিকার থাকবে।
পুরষ্কার ও সম্মাননাঃ
সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
প্রত্যেক বিভাগ হতে প্রথম পাঁচজন বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
আজই রেজিষ্ট্রেশন করুন !!
রেজিস্ট্রেশন করতে আমাদের পেইজে মেসেজ দিন। রেজিষ্ট্রেশন করার শেষ তারিখ 28 ফেব্রুয়ারি, ২০২২ ইং