বাংলাদেশে ১৯৯৫ খ্রীষ্টাব্দে স্টামফোড ট্রাস্টে এর উদ্যোগে যাত্রা শুরু করে স্টামফোর্ড কলেজ। ধানমন্ডির অভিজাত এলাকায় নিরিবিল ও কোলাহলমুক্ত,শিক্ষাপযোগি পরিবেশে কলেজটির অবস্থান। শিক্ষাবোর্ড প্রণীত সিলেবাস এর আলোকে আধুনিক ও দ্বি-বার্ষিক পাঠ পরিকল্পনা, গ্লোবাল স্ট্যান্ডার্ড শিক্ষাদান এবং যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণে খুব স্বল্প সময়ের মধ্যেই স্টামফোর্ড কলেজ ছাত্র- শিক্ষক, অভিভাবক,শিক্ষানুরাগী ও সুধী সমাজে স্বীকৃতি লাভ করে। বাংলাদেশে উচ্চ শিক্ষা বিস্তারের ধারাবাহিকতায় স্টামফোর্ড ট্রাস্ট ২০০২ সালে প্রতিষ্ঠা করে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে। ইতোমধ্যেই ’স্টামফোর্ড কলেজ ’ও ’স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে ’ এদেশে উচ্চ শিক্ষা বিস্তারে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধায় উচ্চ মাধ্যমিক পর্ব। আর এই লক্ষ্য পূরনে শিক্ষার্থীদের সুযোগ্য করে গড়ে তোলার জন্য আনুষঙ্গিক সকল সুবিধা দিয়ে আছে স্টামফোর্ড কলেজ। আসা করছি এর ফলে শিক্ষার্থীরা তাদের পরবর্তী শিক্ষা জীবনে সুপ্রতিষ্ঠিত কোন সরকারি-বে সরকারি বিশ্ববিদ্যালয়ে, ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজ-এ ভর্তিও সুযোগ পাবে। স্টামফোর্ড কলেজের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক , অভিভাবক, শিক্ষানুরাগী ও সুধীবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানায়। স্টামফোর্ড কলেজের শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হবে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে শেখা, প্রতিযোগিতায় টিকে থাকা এবং কর্মক্ষেত্রে নিজের অবস্থান সুদৃঢ় করা। স্টামফোর্ড কলেজের শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমী মনোভাব বিশ্বের কাছে বাংলাদেশকে আরও বেশি গৌরাবান্বিত করবে।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time