আলোর দিশারি

  • আনফাল ফেরদৌস তানহা
  • Category: কবিতা
  • Published on: Sunday, Mar 23, 2025

শিক্ষক হলেন আলোর দিশারা

জীবনের অনুপ্রেরণা। 

শিক্ষকগণ জীবনে রেখে যান অবদান, 

যা কখনো ভোলা যায় না।

 

শিক্ষক হলেন আদর্শ জাতি

গঠনের কারিগর। 

আদর্শ প্রচারে কৌশলী ও সাহসী

অধিকারী আদর্শিক জ্ঞানের।

 

কালের যাত্রার ধ্বনি অনুরণিত হয়ে ওঠে,

শিক্ষকের ই কণ্ঠে। 

তাঁরা সংখ্যায় অনেক

কিন্তু স্মৃতিতে সমুজ্জ্বল।

 

তাদের অবদানের পরিপ্রেক্ষিতে

ভবিষ্যৎ হয়ে যায় উজ্জ্বল। 

জীবনে সফলতার পেছনে

ভূমিকা রাখেন শিক্ষক, 

পিতা-মাতার পরে,

তাঁরাই আমাদের অভিভাবক।

 

 

 

আলোর দিশারি || আনফাল ফেরদৌস তানহা

আনফাল ফেরদৌস তানহা একজন মেধাবী ও প্রতিভাবান তরুণী, যিনি বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলার শিক্ষার্থী। অল্প বয়সেই তিনি কবিতা ও ছোটগল্প লেখার মাধ্যমে নিজের সাহিত্যিক প্রতিভার পরিচয় দিয়েছেন। তার লেখনীতে মানবিক আবেগ, প্রকৃতির সৌন্দর্য এবং সমাজের বিভিন্ন দিক ফুটে উঠে। আনফাল বই পড়তে খুব ভালোবাসেন এবং জ্ঞানের প্রতি তার অদম্য আগ্রহ রয়েছে। এছাড়াও তিনি একজন ভ্রমণপিপাসু, নতুন স্থান ও সংস্কৃতি জানার জন্য তার আগ্রহ কখনোই কমে না। তার স্বপ্ন হল সাহিত্য ও সমাজসেবার মাধ্যমে মানুষের জীবনকে স্পর্শ করা। আনফাল ফেরদৌস তানহা তার মেধা, সৃজনশীলতা এবং জ্ঞানপিপাসু মনোভাবের জন্য সকলের কাছে অনুপ্রেরণাদায়ক একজন তরুণী।