বিপ্লবী জুলাই

  • অন্বিতা ঘোষ
  • Category: কবিতা
  • Published on: Sunday, Mar 23, 2025

ইতিহাস তৈরি হবে একদিন,

২৪' হবে সবার অনুপ্রেরণা

এই প্রজন্ম টাও সবার আদর্শ হবে

আমরাও পিছিয়ে না,

 

আমাদের আবু সাঈদ ছিলো,

বুক পেতে এগুনোর সাহস নিয়ে ,

আমাদের মুগ্ধ ছিল,

শেষ রক্তবিন্দু দিয়ে মানবসেবার মানসিকতা ছিল,

আমাদের নাম না জানা অসংখ্য শহীদ ছিল।

 

আমরা আধুনিকতার নামে

শুধু পশ্চিমা সংস্কৃতি ধারণ করি না,

আমরা বন্দুকের সামনে দাঁড়াতে জানি,

আমরা ঐক্যবদ্ধ হতে জানি।

 

আমাদের রক্তে,

ন্যায় টগবগ করে ফুটে,

আমাদের চোখে

"দেশ" বাঁচানোর তীক্ষ্ণতা আছে ~

আমরা রক্তাক্ত "২৪" এর তরুণেরা।

 

 

 

বিপ্লবী জুলাই || অন্বিতা ঘোষ

 

অন্বিতা ঘোষ একজন মেধাবী ও সৃজনশীল তরুণী, যিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার বিষয় ইংরেজি হলেও বাংলা সাহিত্যের প্রতি তার গভীর টান রয়েছে। তিনি একাধারে কবিতা ও ছোটগল্প রচনা করেন এবং গান গাওয়ার প্রতিও তার বিশেষ আগ্রহ রয়েছে। সাহিত্য চর্চায় তার এই ভালোবাসার পেছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের, যিনি তাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে এসেছেন। অন্বিতা তাদেরকেও ধন্যবাদ জানান, যারা তার লেখালেখিকে প্রশংসা করেন, পাশে থাকেন এবং তাকে উৎসাহিত করেন। তার সাহিত্যিক প্রতিভা ও সাংস্কৃতিক আগ্রহ তাকে একজন বহুমুখী ব্যক্তিত্বে পরিণত করেছে।