পুরুষ হয়েছি বলে

  • কবিতা
  • Category: এস এ বিপ্লব
  • Published on: Sunday, Mar 23, 2025

পুরুষ হয়েছি বলেই

কর্ম করে খেতে হবে।

পুরুষ হয়েছি বলেই

কাজ কে আর্শীবাদ মনে করতে হবে।

পুরুষ হয়েছি বলেই

সব কিছু  তে পারদর্শী হতে হবে।

 

পুরুষ হয়েছি বলেই

মানুষ কে ভালোবাসতে হবে।

পুরুষ হয়েছি বলেই

সেবার হাত বাড়াতে হবে।

পুরুষ হয়েছি বলেই

অনেক দুর পর্যন্ত যেতে হবে।

 

পুরুষ হয়েছি বলেই

নারী কে সম্মান দেখাতে হবে।

পুরুষ হয়েছি বলেই

মিথ্যা, হিংসা, অহংকার থেকে দুরে থাকতে হবে।

পুরুষ হয়েছি বলেই

বন্ধুদের সাথে সম্পর্ক রাখতে হবে।

 

পুরুষ হয়েছি বলেই

অন্যায়ের প্রতিবাদ করতে হবে।

পুরুষ হয়েছি বলেই

জয়- পরাজয় মেনে নিতে হবে।

পুরুষ হয়েছি বলেই

ত্যাগ,ধৈর্য্য, সাহস নিয়ে বাঁচতে  হবে।

 

পুরুষ হয়েছি বলেই

বাস্তবতার সম্মুখীন হতে হবে।

পুরুষ হয়েছি বলেই

অর্থের পিছে ছুটতে হবে।

পুরুষ হয়েছি বলেই

অনেক কিছু হারাতে হবে।

 

পুরুষ হয়েছি বলেই

যুদ্ধ করে বাঁচতে হবে।

পুরুষ হয়েছি বলেই

মরণ ভয় রাখতে হবে।

পুরুষ হয়েছি বলেই

নামাজ - রোজা, আর

আল্লাহ - খোদার নাম নিতে হবে।

 

 

 

পুরুষ হয়েছি বলে || এস এ বিপ্লব

 

এস এ বিপ্লব একজন সাহিত্যানুরাগী ও সৃজনশীল ব্যক্তিত্ব, যিনি কবিতা ও ছোটগল্প লেখার মাধ্যমে নিজের মনের ভাবনা প্রকাশ করতে পছন্দ করেন। সাহিত্যের চেতনা ও শব্দের মায়াজালে তিনি উচ্ছ্বসিত হন, যা তার লেখনীতে স্পষ্টভাবে ফুটে উঠে। তার কবিতাগুলোতে মানবিক আবেগ, প্রকৃতির সৌন্দর্য এবং সমাজের বিভিন্ন দিক উঠে আসে। বিপ্লবের ছোটগল্পগুলোও সমানভাবে আকর্ষণীয়, যেখানে তিনি জীবনের নানা অভিজ্ঞতা ও চরিত্রগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। সাহিত্য চর্চার মাধ্যমে তিনি নিজেকে প্রকাশ করেন এবং সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখেন।