এসো হে বৈশাখ
এসো হে বৈশাখ || প্রতীক
নমস্কার আমি প্রতীক। আমি চট্টগ্রাম, বাংলাদেশে থাকি। আমি পেশাগত দিক থেকে একজন গ্রাফিক্স ডিজাইনার। তবে গান গেতে আমার বেশ ভালো লাগে। গান গাওয়া ছাড়াও সকল প্রকার সাংস্কৃতিক অঙ্গনে যোগ দিতে আমার ভালো লাগে। এগুলো আমার প্যাশন। আমি অবসর সময় পেলেই এসবে থাকি কারণ এতে করে আমার মন ভালো থাকে। আর তাতে করে আমি কাজ করার ইচ্ছা ও শক্তি দুটোই খুজে পাই। ধন্যবাদ