পহেলা বৈশাখ

  • আনফাল ফেরদৌস তানহা
  • Category: কবিতা
  • Published on: Wednesday, Apr 23, 2025

বাঙালি স্বতঃস্ফূর্ত অংশ নেয়, 

        আজ বাংলা বর্ষবরণে,

ধর্ম, বর্ণ, নির্বিশেষে বাঙালি

মেতে ওঠে নববর্ষ উদযাপনে।

 

নববর্ষ মানুষকে অনুপ্রেরণা দেয়

      নব উদ্যোমে কাজ করার,

নববর্ষ বাঙালির মনে প্রেরণা জাগায়

নতুন আশা নিয়ে এগিয়ে চলার।

 

সকালে আয়োজন হয় পান্তা-ইলিশের, 

গড়ে উঠেছে এটি ঐতিহ্য নববর্ষের। 

পহেলা বৈশাখ করে বাঙালির ঐতিহ্য ধারণ, 

নানা আয়োজনের মধ্য দিয়ে হয় নববর্ষের বরণ।

 

 

পহেলা বৈশাখ || আনফাল ফেরদৌস তানহা

 

আনফাল ফেরদৌস তানহা একজন মেধাবী ও প্রতিভাবান তরুণী, যিনি বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলার শিক্ষার্থী। অল্প বয়সেই তিনি কবিতা ও ছোটগল্প লেখার মাধ্যমে নিজের সাহিত্যিক প্রতিভার পরিচয় দিয়েছেন। তার লেখনীতে মানবিক আবেগ, প্রকৃতির সৌন্দর্য এবং সমাজের বিভিন্ন দিক ফুটে উঠে। আনফাল বই পড়তে খুব ভালোবাসেন এবং জ্ঞানের প্রতি তার অদম্য আগ্রহ রয়েছে। এছাড়াও তিনি একজন ভ্রমণপিপাসু, নতুন স্থান ও সংস্কৃতি জানার জন্য তার আগ্রহ কখনোই কমে না। তার স্বপ্ন হল সাহিত্য ও সমাজসেবার মাধ্যমে মানুষের জীবনকে স্পর্শ করা। আনফাল ফেরদৌস তানহা তার মেধা, সৃজনশীলতা এবং জ্ঞানপিপাসু মনোভাবের জন্য সকলের কাছে অনুপ্রেরণাদায়ক একজন তরুণী।