সভ্যতার মৃত চিৎকার!

  • উমর শরীফ
  • Category: কবিতা
  • Published on: Wednesday, Apr 23, 2025

সভ্যতার ‘ব্যস্ত’ পদভার 

অজস্র বেগে, 

ধাবিত অস্তিত্ব ! 

যেন দেহাবশেষে, 

আবৃত খোলস। 

 

প্রকৃতির সাথে,

যেখানে 

হয়না ভোর, 

শারীরিক খোলসে 

কতশত স্বপ্ন বিভোর।  

 

মৃত কবরের মতো

 শুনশান অন্তর! 

মৃত কবরের মতো

শুনশান!!  

 

শত-সহস্র সময়ে 

উঁকি দেয়া চাঁদ, 

কিংবা ঝলমলে রোদ

আহা! যেন স্বপ্ন, বিভোর স্বপ্ন!  

 

আত্মার সমাধিতে - 

মৃত শরীরের শাস্তি-সুখের 

পুনর্জীবিত অপেক্ষা!  

অপেক্ষা, অপেক্ষা অপেক্ষা  

যেন চির সে প্রতীক্ষা!

 

 

 

সভ্যতার মৃত চিৎকার! || উমর শরীফ   

 

উমর শরীফের শৈশব কেটেছে দিনাজপুর জেলার সবুজ-শ্যামল প্রকৃতির মাঝে, যেখানে মেঠোপথ ধরে বয়ে চলেছে তার বেড়ে ওঠার গল্প। বানিয়াপাড়া নামের ছোট্ট গ্রাম তাকে শিখিয়েছে প্রকৃতির ছন্দ, মানুষের হাসি-কান্না, জীবনের বাস্তবতা। শৈশবের সেই স্মৃতিগুলোই তার লেখার অনুপ্রেরণা।  ভালবাসা থেকেই তার লেখালেখির শুরু। জীবনের প্রতিটি অনুভূতি, আশাপ্রদ স্বপ্ন কিংবা বাস্তবতার কঠোর রূপ—সবই ধরা দেয় তার লেখায়। তিনি শব্দের মাধ্যমে মানুষের আবেগের গভীরে পৌঁছাতে ভালোবাসেন। তার প্রতিটি লেখা একেকটি গল্প, যা পাঠককে ভাবায়, অনুভব করায়, কখনো বা শৈশবের গ্রামীণ পথে ফিরিয়ে নিয়ে যায়। উমর শরীফ তার লেখনীর মাধ্যমে আরও গভীরভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান। তিনি বিশ্বাস করেন, শব্দের শক্তি মানুষকে ভাবতে শেখায়, ভালোবাসতে শেখায়, বদলে যেতে শেখায়। তার লেখাগুলো একদিন অনেকের অনুপ্রেরণা হয়ে উঠুক—এটাই তার স্বপ্ন।