১৯৬১ সালে জাতীয় করণের মাধ্যমে প্রতিষ্ঠানের নাম “দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ।”১৮৬৯ সালে যখন এই শিখা প্রতিষ্ঠানটি প্রথম চালু হয় তখন এটি ১ম শ্রেণী হতে ৪র্থ শ্রেণী পর্যন্ত ছিল । পরে প্রতিষ্ঠানটিকে পর্যায়ক্রমে ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে উন্নীত করা হয় । তৎকালে এই প্রতিষ্ঠানে বাংলা ভাষা ও সাহিত্য ব্যতীত সকল বিষয়ে ইংরেজি মাধ্যমে পাঠ দান করা হত ।
এটি প্রতিষ্ঠার ৯২ বছর পরে ১৯৬১ সালের ১ এপ্রিল এটি জাতীয় করণ (প্রাদেশিকীকরণ) করা হয় । ১৯৪৮-৪৯ সাল পর্যন্ত এখানে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে পাঠদান করা হত । ১৯৫২ সালের পুর্ব পর্যন্ত মেট্রিকুলেশন পরীক্ষা কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হত । কিন্তু ১৯৫২ সালের পর “ইস্ট বেঙ্গল সেকেন্ডারী এডুকেশন বোর্ড” ঢাকায় স্থাপিত হওয়ায় এই মেট্রিকুলেশন পরীক্ষা উক্ত বোর্ডের অধীনে অনুষ্ঠিত হতে থাকে । পরবর্তীতে রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্থাপিত হলে বিদ্যালয়টি রাজশাহী বোর্ডের অধীভূক্ত হয় এবং ২০০৮ সাল পর্যন্ত এস.এস.সি. পরীক্ষা রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয় । অতঃপর ২০০৯ সাল থেকে অত্র বিদ্যালয়ের এস.এস.সি. পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর অধীনে অনুষ্ঠিত হয়ে আসছে ।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time