দক্ষিণ বাংলায় নারীদের উচ্চ শিক্ষা নিশ্চয়নের মহান ব্রত নিয়ে স্বমহিমায় অগ্রণী বরিশাল সরকারি মহিলা কলেজ। কীর্তনখোলা -সুগন্ধা ধানসিঁড়িসহ অজস্র নদীবিধৌত উর্বর অত্যুজ্জ¦ল বরিশাল বিভাগের কেন্দ্রস্থলে কর্মব্যস্থত সদর রোড সংলগ্ন আগরপুর রোডে মনীষী বিজয় গুপ্তের বাড়িতে ছায়া সুনিবিড় শান্ত মনোরম পরিবেশে ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠটি অবস্থিত।
১৯৫৭ সালের ০১ জুলাই ‘দি উইমেন্স কলেজ বরিশাল’ নামে মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ‘জ্ঞান শৃঙ্খলা -পবিত্রতা’র আর্দশ বাস্তবায়নের অভিপ্রায়ে স্থানীয় বিদ্বৎসমাজ ও তৎকালীন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দের সার্বিক সহায়তায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষ থেকেই শুরু করা হয় এর শিক্ষাকার্যক্রম্। অতঃপর ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি জাতীয়করণ হলে এর ‘বরিশাল সরকারি মহিলা কলেজ’।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time