বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। সারা বিশ্বেই তথ্য-প্রযুক্তি আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এ প্রেক্ষাপট বিবেচনায় এনে বাংলাদেশ সরকারও এ দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার ব্যাপারে কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকারের সিদ্ধান্তের সাথে গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ একমত। ইতোমধ্যে গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও কলেজের একাডেমিক ও প্রশাসনিক করকাণ্ডকে গতিশীল এবং তথ্য-প্রযুক্তি বান্ধব করার জন্য একটি সমৃদ্ধ কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম ও ওয়েব সাইট চালু করতে সক্ষম হয়েছে। তাছাড়া প্রজেক্টরের মাধ্যমে নানা ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষার আধুনিক ও যুগোপযোগী সকল পদক্ষেপকে স্বাগত জানায় এবং তা গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ কার্যকর করতে বদ্ধ পরিকর।
শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time