খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাধীন ৮ নং শরফপুর ইউনিয়ন অত্যন্ত অবহেলিত গ্রাম বাংলার জনপদ। এলাকার বেশীর ভাগ মানুষ গরীব এবং শ্রমজীবি। শিক্ষিত লোকের সংখ্যা অতি সামান্য। এই এলাকায় পার্শ্ববর্তূী আটটি মাধ্যমিক বিদ্যালায় থাকলেও উচ্চ শিক্ষা গ্রহনে অত্র এলাকায়র শিক্ষার্থীরা দীর্ঘদিন বঞ্চিত। খুব কম সংখ্যক শিক্ষার্থী ডুমুরিয়া কলেজ, বটিয়াঘাটা কলেজ বা খুলনা শহরের কলেজে লেখা পড়া করার সুযোগ পায়। গত ১৯৯২ সালে ২৪ ফেব্রুয়ারী ৮নং সরফপুর ইউ, পি নির্বাচনে নির্বচিত হলেন একজন উচ্চ শিক্ষিত জন প্রতিনিধি জনাব নুরুদ্দিন আল্ মাসুদ বি এস-সি (অনার্স), এম,এস-সি (উদ্ভিদবিদ্যা)। তিনি এলাকার হত দরিদ্র মানুষের ছেলে মেয়ের উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ এবং মানুষকে অর্থনৈতিক ভাবে স্ববলম্বি করার লক্ষ্যে রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মিয় প্রতিষ্ঠান উন্নয়নের চিন্তা মাথায় আনেন। সে লক্ষ্যে এলাকার উন্নয়নের পাশাপাশি সাধারণ পরিবারের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার ঊদ্দেশ্যে কলেজ স্থাপনের জন্য তিনি বানিয়াখালী স্কুল মাঠে ইং-২৬/০৪/১৯৯৩ তারিখে সাধারন সভার আহবান জানান। সমাবেশে বহু গন্য মান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে এলাকার সার্বিক অবস্থা বিশ্লেষন করে চেয়ারম্যান জনাব নুরুদ্দিন আল্ মাসুদ অত্র এলাকায় কলেজ স্থাপনের বাসনা ব্যক্ত করেন। প্রস্তাবটি সকলের কাছে ব্যপক উৎসাহ ও উদ্দিপনা সৃষ্টি করে। সে মোতাবেক গত ২৬/০৬/১৯৯৩ ইং তারিখে বানিয়াখালী স্কুল প্রাঙ্গনে খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জনাব এ, এইচ, এম, বদরুজ্জার সভাপতিত্বে স্থানিয় গন্যমান্য ব্যক্তিগন এবং পার্শবর্তী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার ভৌগুলক অবস্থা বিশ্লেষণ করা হয়। আলোচনায় জানা যায়, এলাকায় ও একটু দুরবর্তীতে মোট ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যমান। তাছাড়া বানিয়াখালী হতে উত্তরে ১৭ কিঃমিঃ দুরত্বে ডুমুরিয়া কলেজ, দুইটি নদী পারাপার সহ পশ্চিমে ২০ কিলোমিটার দুরে কপিলমুনি কলেজ।, পূর্বে নদী পারাপার সহ অনুরুপ দুরত্বে বটিয়াঘাটা কলেজ অবস্থিত। সেহেতু অত্র এলাকার বানিয়াখালীতে একটি কলেজ প্রতিষ্ঠা করলে এলাকার দরিদ্র ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাবে। এই মর্মে উপস্থিত সকলে একমত পোষণ করেন। সকলের সম্মতিক্রমে বানিয়াখালী ইউনিয়নের বানিয়াখালী নামক স্থানে মাওলান ভাসানী মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠিত হয়।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time