কুমিল্লা জেলার প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে অবস্থিত গোমতী হাসপাতাল আধুনিক স্বাস্থ্য সেবার নতুন প্রতীক। গোমতী হাসপাতাল ২০০১ সালে স্থাপিত হয়েছে। গোমতী হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মজিবুর রহমান কুমিল্লায় প্রথম ক্লিনিক স্থাপনে অগ্রদূত। তার উদ্যোগে আরও কয়েকজন চিকিৎসক উদ্যোক্তা সহ এই হাসপাতালটির কাজ শুরু হয়। স্বল্প মূল্যে উন্নতর স্বাস্থ্য সেবা এই শ্লোগানের মাধ্যমে ইতি মধ্যে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের জনগনের আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সেবায় সকল বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা চিকিৎসা সেবার কার্যক্রম চলছে। প্রাথমিকভাবে অস্থায়ী ভাড়া কাঠামোতে চালু হলেও ইতিমধ্যে স্থায়ী কাঠামো স্থানান্তর কার্যক্রম চলছে। সেবার মাধ্যমে সুস্থতা এই লক্ষে সকল কাজ চলমান থাকবে।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
Gomoti Hospital - Pvt. Ltd. (Flyer)